মেকআপ করার জিনিসের নাম ও দাম, মেকআপ করতে কি কি লাগে‍ makeup products list & price

মেকআপ মেয়েদের রূপচর্চার সাথে অঙ্গ ভাবে জড়িত। বিয়ে পার্টি অথবা ঘরোয়া যে কোন অনুষ্ঠানেও মেকআপ ছাড়া মেয়েদের চলেই না। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা মেকআপ করতে কি কি লাগে, মেকআপ করার নিয়ম, বিভিন্ন মেকআপ প্রোডাক্ট এর দাম, মেকআপ বাক্স ইত্যাদি তথ্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। makeup products list with price

মেকআপ করার জিনিসের নাম ও দাম

আপনারা যারা মেকআপ সম্পর্কে জানতে চাচ্ছেন আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল হবে। নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে সবাই ভালোবাসে। মানুষের সৌন্দর্য বর্ধনের একটি হাতিয়ার হল মেকআপ। অনেকেই মেকআপ বলতে কাজল ,লিপস্টিক, পাউডার বুঝে।

কিন্তু ধারণাটা ভুল। একটা পারফেক্ট মেকআপ লুক আনার জন্য বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট এর প্রয়োজন পড়ে। এই আর্টিকেলে আমরা মেকআপ করার জিনিসের নাম ও দাম সম্পর্কে জানতে পারব।

মেকআপ করার জিনিসের নাম ও দাম, মেকআপ করতে কি কি লাগে‍ makeup products list with price
মেকআপ করার জিনিসের নাম ও দাম, মেকআপ করতে কি কি লাগে‍ makeup products list with price

মেকআপ প্রডাক্ট লিস্ট

  • ময়শ্চারাইজার
  • আইলাইনার
  • সিরাম
  • মেকআপ ব্রাশ
  • প্রাইমার
  • হাইলাইটার
  • কনসিলার
  • লিপ্সটিক
  • ফাউন্ডেশন
  • ব্লাশ
  • কাজল
  • ব্রোঞ্জার
  • ফেক ল্যাশ
  • বিউটি ব্লান্ডার
  • লেন্স
  • কম্প্যাক্ট পাউডার
  • মাশকারা
  • কন্ট্রোল
  • আইশ্যাডো প্যালেট
  • সেটিং স্প্রে।

মেকআপ প্রোডাক্ট এর দাম

  • ময়েশ্চারাইজার:- দাম বর্তমান বাজার মূল্য কোয়ালিটি ভেদে ৫০ টাকা থেকে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত আছে।
  • প্রাইমার:- দাম এর দাম ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • কনসিলার দাম:- কনসিলারের দাম ৭০ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
  • ফাউন্ডেশন দাম: কোয়ালিটি অনুযায়ী ১০০ টাকা থেকে ১০ থেকে ১২ হাজার টাকার ও হতে পারে।
  • ফেস সিরাম:- ১০০ টাকা থেকে শুরু করে পাঁচ থেকে দশ হাজার টাকার হতে পারে একটি ফেস সিরাম।
  • কম্প্যাক্ট পাউডার দাম :১০০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার পর্যন্ত হয়ে থাকে।
  • হাইলাইটার দাম:- এর দাম ৫০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকারও হতে পারে।
  • ব্লাশ দাম:- সাধারণত ৫০/১০০ টাকা থেকে শুরু করে ৫/৬ হাজার টাকার হতে পারে।
  • ব্রঞ্জার দাম:৮০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকার পর্যন্ত হয়।
  • কনটোর দাম: প্যালেট গুলো ৭৭ টাকা থেকে ১৫০০০ টাকার হয়ে থাকে।
  • ব্লাশ দাম :৭২ টাকা থেকে ৬০০০ টাকার হয়ে থাকে।
  • কাজলদাম :দশ টাকার থেকে এক হাজার টাকার পর্যন্ত হতে পারে।
  • আইলাইনারদাম: ৩৬ টাকা থেকে ২০০০ টাকার পর্যন্ত হতে পারে।
  • আইশ্যাডো প্যালেট দাম: ৬০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকার ও হতে পারে।
  • ফেক আইলাশ দাম: ৫০ টাকা থেকে ছয় হাজার টাকার পর্যন্ত হয়ে থাকে।
  • লিপস্টিক দাম: ৩৬ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়।

মেকআপ করার নিয়ম

মেকআপ করার নিয়ম সম্পর্কে জেনে নিচে বিস্তারিত দেওয়া হলো। এই নিয়মগুলো অনুসরণ করে আপনি আপনার মেকআপ এর কাজ সম্পন্ন করে নিতে পারবে।

  1. মুখ পরিষ্কার করে প্রাইমার লাগিয়ে নিন।
  2. হাতে ফাউন্ডেশন নিয়ে পুরো মুখে খুব সুন্দর ভাবে লাগাতে হবে।
  3. তারপর একটি ব্রাশ দিয়ে পুরো মুখে ফাউন্ডেশন ব্লেন্ড করুন
  4. এবাট কনসিলার নিয়ে চোখের নিচে এবং মুখের যেসব কালো জায়গা আছে সেগুলোতে লাগাতে হবে।
  5. ব্রাশ দিয়ে কনসিলার ব্লেন্ড করুন।
  6. একটা স্পঞ্জ দিয়ে পুরো মুখের মেকআপ ব্লেন্ড করুন। এতে করে আলগা মেকআপ উঠে যাবে।
  7. তারপর সম্পূর্ণ মুখে ফেস পাউডার দিয়ে মুখের বেস সেট করুন।
  8. একটা বাফারের সাহায্যে পুরো মুখের মেকআপ ব্লেন্ড করুন।
  9. পছন্দমত কাজল এবং আইশ্যাডো প্যালেট ব্যবহার করুন।
  10. মানানসই লিপস্টিক ব্যবহার করুন।

মেকআপ একটি শিল্প এবং মেকাপের জন্য চায় যথেষ্ট ধৈর্য। তাই ধৈর্য নিয়ে বুঝে শুনে মেকআপ করুন অথবা আপনার মেকআপক সঠিক না হলে আরও খারাপ দেখা যেতে পারে।

ঘরে বসে মেকআপ করার নিয়ম

  • সর্বপ্রথম একটা ভালো ব্রান্ডের ফেস ওয়াশ দিয়ে খুব সুন্দর করে মুখটা পরিষ্কার করে নিন।
  • এবার একটি ভালো মানের টোনার ব্যবহার করুন। টোনার ব্যবহার করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। এতে করে মেকআপ নষ্ট হবে না।
  • এবার একটা ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করুন।
  • দিনের বেলা বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে।
  • নিজের ড্রেস এবং রুচি অনুযায়ী চোখের মেকআপ করে নিন।
  • এরপর আপনি কন্ট্রোলিং ব্যবহা করবেন তারপর হাইলাইটার ব্যবহার করতে হবে।
  • নিজের রুচি অনুযায়ী লিপস্টিক ব্যবহার করুন।
  • মেকআপ টা সুন্দরভাবে মুখে বসিয়ে রাখার জন্য সেটিং স্প্রে ব্যবহার করুন।

ঘরে বসে মেকআপ নিজের রুচি অনুযায়ী কেউ ভারী মেকাপ পছন্দ করেন আবার কেউ বা হালকা মেকাপ পছন্দ করে। ঘরে বসে আপনি আপনার পছন্দমত হালকা অথবা ভারী মেকাপ করতে পারেন।

মেকআপ করতে কি কি লাগে‍

কম্প্যাক্ট পাউডার, আইলাইনার, কাজল, লিপস্টিক এইগুলোই মেকাপের একমাত্র প্রোডাক্ট বলে অনেক মানুষই মনে করেন। তবে এতে ভুলের কিছু নেই। আবার অনেকে মেকআপ করতে কি কি লাগে তা না জেনেই মুখ ধুয়ে শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার, চোখে হালকা কাজল এবং সামান্য লিপস্টিক এর মাধ্যমে তাদের সাজগোজ সেরে ফেলেন।

কিন্তু মেকআপ প্রোডাক্ট এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আবার অনেকেই মেকআপ প্রোডাক্টের নাম জানলেও কোথা থেকে শুরু করতে হবে এবং কোন প্রোডাক্টের মাধ্যমে শেষ করতে হবে তা বুঝতে পারেন না। কিন্তু মেকাপের ক্ষেত্রে এগুলো জানা জরুরী। এক নজরে দেখে নেই মেকআপ করতে কি কি লাগে:-

  • ফাউন্ডেশন
  • হাইলাইটার
  • কম্প্যাক্ট পাউডার
  • কালার ফাউন্ডেশন কনসিলার প্যালেট
  • কনট্যুরিং প্যালেট
  • মাশকারা
  • আইলাইনার এবং লিপ লাইনার
  • লেন্স
  • সেটিং পাউডার
  • সেটিং স্প্রে
  • বিউটি ব্লেন্ডার
  • নেইল পেইন্ট
  • ব্লাসন
  • মেকআপ এপ্লিকেটর
  • মেকআপ কেস

ফাউন্ডেশন দিয়ে মেকআপ

ড্রেসিং টেবিলে সব থেকে গুরুত্বপূর্ণ মেকআপ আইটেমের নাম হলো ফাউন্ডেশন। কোন ফাউন্ডেশন ক্রয় করার আগে আপনাকে জানতে হবে আপনার ত্বক কোন ধরনের। এবং অবশ্যই একটা ফুল কভারেজ ফাউন্ডেশন কিনতে হবে আপনার স্কিনের সাথে মিল রেখে। ফাউন্ডেশন দিয়ে মেকআপ করার জন্যজরুরি হল ফাউন্ডেশন ব্যবহারের নিয়ম জানা।

  • ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মুখ পরিষ্কার থাকতে হবে।
  • একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে।
  • ফাউন্ডেশনের সাথে মিল রেখে একটি কনসিলার ব্যবহার করতে হবে। তাহলে ফাউন্ডেশন টি মুখে দেখতে বেশি সুন্দর লাগবে।
  • ফাউন্ডেশন টি সেট করতে একটি কম্প্যাক্ট পাউডারও ব্যবহার করতে হবে।

ফাউন্ডেশন দিয়ে মেকআপ মুখের একটি আলাদা সৌন্দর্য প্রকাশ করে। কিন্তু ফাউন্ডেশন ব্যবহারে সঠিক নিয়ম না জানলে ন্যাচারাল এবং বেইজ মেকআপ ক্রিয়েট করা সম্ভব হবে না। তাই ফাউন্ডেশন ব্যবহারের আগে নিয়ম জেনে নিন।

মেকআপ প্রোডাক্টগুলো সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে রাখার জন্য মেকআপ বক্স জরুরি। বাজারে বিভিন্ন ধরনের দামের মেকআপ বক্স পাওয়া যায়। আপনার মেকআপ প্রোডাক্ট অনুযায়ী মেকআপ বক্স সিলেক্ট করতে পারেন।

শেষ কথা

মেকআপ হলো একটি শিল্প যা পরিপূর্ণ চর্চা করার মাধ্যমে একটি সুন্দর মেকআপ গ্লো তৈরি করা সম্ভব। বর্তমানে সব জায়গায়ই বিভিন্ন ব্রান্ডের দামি অথবা কম দামি মেকআপ পাওয়া যায়। আপনি আপনার পছন্দমত এবং বাজেটের মধ্যে মেকআপ চয়েজ করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *