স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম, কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো, Best Night Cream for whitening
নারীরা সবসময় রূপ সচেতন। কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো এটা অনেকেই জানতে চায়। নারীদের রূপচর্চার জন্য যুগে যুগে বিভিন্ন ক্রিম এর প্রচলন হয়ে আসছে। নারীরা সবসময় নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করতে পছন্দ করে। তারা নিজেদের রূপচর্চার জন্য সেরা সেরা প্রসাধনী ব্যবহার করে। সময়ের সাথে সবাই এখন সচেতন হয়ে আসছে। ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বক যেন সুস্থ থাকে সে দিক থেকে সবাই সচেতন। Best Night Cream for whitening অর্থাৎ সুন্দর হওয়ার জন্য কোন নাইট ক্রিম ভালো হবে এটা নিয়ে আমাদের ওয়েবসাইটের আজকের লেখনি।
নাইট ক্রিম – Night Cream
রাতের বেলায় রূপচর্চা করার জন্য স্কিন কেয়ার এর রুটিনে যে ক্রিম ব্যবহার করে থাকে সেগুলোই নাইট ক্রিম। রাতে ব্যবহার করা হয় তাই এই ক্রিমের নাম নাইট ক্রিম।
নারীরা সবসময় ত্বক ফর্সা হওয়ার ক্রিমের গুরুত্ব দিয়ে থাকে। প্রতিনিয়ত ক্রিমের মধ্যে বিভিন্ন ক্ষতিকর যুক্ত পদার্থ যুক্ত হওয়ায় ক্রিম থেকে দূরে সরে আসছে। নারীরা তাদের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে নিয়মিত স্কিন কেয়ার রুটিন মেনে চল। এর মধ্যে অন্যতম হলো নাইট ক্রিম ব্যবহার করা। অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম
বাজারে অনেক ধরনের নাইট ক্রিম পাওয়া যায়। কিছু ক্রিম আছে যেগুলো ত্বকের ক্ষতি করে থাকে। তাই না বুঝে উল্টাপাল্টা নাইট ক্রিম ব্যবহারে আপনার উপকারের তুলনায় ক্ষতি হতে পারে। কিছু ভালো ব্র্যান্ড এর নাইট ক্রিম রয়েছে যেগুলোর দাম একটু বেশি হলেও এগুলো কার্যকারি হয়ে থাকে।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ১০ টি ক্রিম সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে যে কোনো পন্য ক্রয়ের পূর্বে এগুলো আসল নাকি নকল সেটা অবশ্যই যাচাই করে নিবেন। কারন বর্তমানে বাজারে প্রচুর নকল পন্যের সয়লাভ হয়ে গেছে।
- ক্রিমল্যাকমি নাইট ক্রিম
- লরিয়াল নাইট ক্রিম
- পন্ডস নাইট ক্রিম
- গোল্ড নাইট
- গৌরী নাইট ক্রিম
- মর্ডান নাইট ক্রিম
- লতা হারবাল নাইট ক্রিম
- বায়োটিক নাইট ক্রিম
- লোটাস নাইট ক্রিম
- হিমালয় হারবাল নাইট ক্রিম
নাইটক্রিমগুলো অবশ্যই নির্দেশনা অনুযায়ী লাগাতে হবে। নিয়ম ছাড়া লাগালে ঠিক মত কাজ করবে না। এছাড়া ক্রিমগুলো ব্যবহার করার পূর্বে আপনার ত্বকের জন্য উপযোগি কিনা সেটা যাচাই করে নিন কোনো রেজিষ্টার্ড চিকিৎসক এর পরামর্শ করে।
নাইট ক্রিম কোনটা ভালো
স্পেসিফিক ভাবে বলা যাবে না যে, এই নাইট ক্রিমটাই ভালো। তবে উপরে যেই নাইটক্রিমগুলো নিয়ে বলেছি সেগুলো সবগুলোই ভালো নাইট ক্রিম। তবে আপনি যেটিই ব্যবহার করতে চান না কেন, বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ও যাচাই বাছাই করে কিনে ব্যবহার করবেন। খেয়াল রাখবেন যেন, আপনার হাতে নকল পন্যটি চলে না যায়।
বিশ্বের সেরা নাইট ক্রিম
বিশ্বের সেরা কিছু নাইট ক্রিমের তালিকায় নিচের নাইট ক্রিম গুলো রাখা যেতে পারে।
- ওলে ন্যাচারাল হোয়াইট ফেয়ারনেস নাইট ক্রিম
- হিমালয় রিভিটালিজিং নাইট ক্রিম
- লোটাস হারবাল নিউট্রানাইট নাইট ক্রিম
- ল’রিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম
- পন্ডস গ্লোড র্যাডিয়েন্স ইউথফুল নাইট ক্রিম
এখানে বেশ কিছু ভালো ভালো নাইট ক্রিম এর লিস্ট ও এগুলোর বিস্তারিত আলোচনা করা হলো।
- Dermalogica Overnight cleansing Gel
- Lakme Absolute Perfect Radiance Skin Lightening
- Ponds Gold Rediance Youthful Night Cream
- Lakme Youth Infinity Skin Sculpting Night Cream
- Ponds Age Miracle Wrinkle Corrector Night cream
Dermalogica Overnight cleansing Gel
এই নাইট ক্রিমটি অনেক ভালা একটি নাইট ক্রিম। ত্বকের একনে, পোর্টস সমস্যা দূর করার জন্য চোখ বন্ধ করে এটি নিতে পারেন। ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করবে। আদ্রতা বজায় রাখবে। ত্বকের সমস্যা সমাধানে কাজ করবে। নিয়মিত ঘুমানোর পূর্বে ব্যবহার করুন।
Lakme Absolute Perfect Radiance Skin Lightening
এই ক্রিমটি নাইট ক্রিম হিসেবে সবাই জানলেও এই ক্রিম ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত এটি ব্যবহার করলে আপনার ত্বকের রংকে হালকা করে তুলবে এবং ত্বককে উজ্জ্বল করে তুলবে।
Ponds Gold Radiance Youthful Night Cream
বয়স বাড়তে থাকলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। কালো দাগ, মেছতা, গুটি দাগ, রিং, ইত্যাদির ছাপ পরে। ত্বকের পূর্বের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এই ক্রিমটি বেশ কার্যকরি। এই ক্রিমটি ত্বকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে সাহায্য করে।
Lakme Youth Infinity Skin Sculpting Night Cream
মৃতপ্রায় ত্বকের উজ্জ্বলতা ও সজীবতা ফিরে পেতে ব্যবহার করা যেতে পারে এই নাইট ক্রিমটি। এই ক্রিম ব্যবহারে ত্বকে টানাটান ভাব শুরু হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বড় ভূমিকা রাখে।
Ponds Age Miracle Wrinkle Corrector Night cream
একটা বয়সে গিয়ে ত্বক নিষ্প্রাণ হয়ে উঠে। ত্বকের সজীব ভাব বিলিন হয়ে যায়। ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। এই ক্রিম আপনার ত্বকের সকল সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায্য করবে।
ছেলেদের নাইট ক্রিম
মেয়েদের তুলনায় ছেলেদের ত্বকের চামড়া একটু ভারি থাকে। শুধু মেয়েরাই ত্বকের যত্ব করবে আর ছেলেরা ত্বকের যত্ব করবে না এটা কি হয়। ছেলেরাও তাদের ত্বকের মান অনুসারে নাইট ক্রিম বাছাই করে ব্যবহার করতে পারবে।
কম দামে ভালো নাইট ক্রিম
কম দামে অনেক নাইট ক্রিম পাবেন। তবে সেগুলো কতটা কার্যকরি সেটা বলা মুশকিল। দেখুন ত্বক আপনার দেহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই কম দামে নিম্মমানের নাইট ক্রিম কিনে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নাইট ক্রিম কেনার সময় ভালো ব্র্যান্ড এর দেখে শুনে কিনবেন।
নাইট ক্রিম ব্যবহারের নিয়ম
রূপ সচেতন নারীরা অনেকেই এই নাইট ক্রিম ব্যবহার করে আসছে। তবে অনেকেই রয়েছে যারা জানে না কিভাবে নাইট ক্রিম ব্যবহার করতে হয়। তবে চলুন দেখে নেই কিভাবে নাইট ক্রিম ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এবং ব্যবহারের সময় যেসকল সতর্কতা অবলম্বন করতে হবে।
- রাতে ঘুমানোর আগে ত্বক ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন
- শীতকালে ত্বকে ক্লিনজিং করে নিন এবং এরপর ভালো মানের টোনার লাগিয়ে নিন
- যারা নিয়মিত মেকআপ করেন তারা বুস্টার লাগিয়ে নিন
- আন্ডার আই ক্রিম ব্যবহার করুন এবং কালো দাগে এই ক্রিম লাগাবেন
- এরপর নাইট ক্রিম হাতে লাগিয়ে গলা ও মুখে মাখুন
যেহেতু এটি নাইট ক্রিম তাই শুধু রাতেই ব্যবহার করবেন এবং সকালে ফেসওয়াস দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবেন। নিয়ম না মেনে মুখ না পরিষ্কার করেই নাইট ক্রিম ব্যবহার করবেন না।
নাইট ক্রিম ব্যবহারের বয়স
নাইট ক্রিম ব্যবহারের বয়স ২৫ বছর। প্রত্যেকটি কাজের নিয়ম রয়েছে তেমনই নাইট ক্রিম ব্যবহারেরও কিছু নিয়ম কানুন রয়েছে। যাদের বয়স অল্প তাদের ত্বক অনেক তুলতুলে ও নরম থাকে। অল্প বয়সে নাইট ক্রিম ব্যবহারে ত্বকে নানা উপস্বর্গ দেখা দিতে পারে।
তাই আপনার বয়স যদি ২৫ পার হয় তাহলে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। আর ২৫ বছরের আগে যদি নাইট ক্রিম ব্যবহার করেন তাহলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা সৃস্টি হতে পারে।
নাইট ক্রিম ব্যবহারের অপকারিতা
প্রত্যেকটি পন্যের ভালো খারাপ দিক রয়েছে। নাইট ক্রিম এর ব্যতিক্রম নয়। দীর্ঘদিন এই নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকের পুষ্টি উপাদান হ্রাস পেতে থাকে। ত্বকে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলে। একসময় গিয়ে ত্বক ফাটা, দাগ পড়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। ত্বকের ভিটামিন কমতে থাকে ইত্যাদি নানা সমস্যা সৃস্টি হয়।
আরও পড়ুন: গরমে বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো?
পরিশেষে
আশা করি এই আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন কোন নাইট ক্রিম ভালো। নারীরা নিজেদেরকে সুন্দর করে রাখতে যুগের পর যুগ নাইট ক্রিম ও বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে আসছে। বর্তমানে নারীরা উজ্জ্বলতা ফিরে পেতে নাইট ক্রিম ব্যবহার করে থাকে।