কিছু অসাধারণ ভালোবাসার রোমান্টিক ছন্দ

প্রিয় বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করছি। তো বন্ধুরা ভালোবাসার ছন্দ কেই বা পছন্দ করে না। সবার মাঝে কমবেশি ভালোবাসা থাকে তার প্রিয় মানুষটার জন্য। তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে খুশি রাখতে চাও তবে তার সাথে তোমার সম্পর্ক রোমান্টিক হওয়া চায়। তোমার ভালোবাসার মানুষের সাথে রোমান্টিক হতে চাইলে তার কাছে ভালোবাসার রোমান্টিক ছন্দ বা মেসেজ পাঠাতে পারো। ভালোবাসার ছন্দ রোমান্টিক তোমার প্রিয় মানুষের মন নরম করবে এবং তোমার প্রতি ভালবাসা সৃষ্টি করবে। এই পোস্টে তোমাদের জন্য কিছু সুন্দর রোমান্টিক প্রেমের ছন্দ মেসেজ বা ভালোবাসার কেপশন নিয়ে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো চলো শুরু করি।

কিছু অসাধারণ ভালোবাসার রোমান্টিক ছন্দ

রোমান্টিক ভালোবাসার ছন্দ

তোমার ওই মিষ্টি হাসি প্রচন্ড ভালোবাসি

তোমার ওই মিষ্টি কথা

প্রচুর আগ্রহে শুনি

প্রিয়তমা তোমায় ভালোবাসি।

বিশ্লেষণঃ প্রিয় মানুষের হাসি সবাই ভালোবাসে। প্রিয় মানুষের হাসি সবসসময় সুন্দর ও মিষ্টি হয়। তার কথাগুলোও হয় মিষ্টি। যাকে ভালোবাসা যায় তার কথা গভীর আগ্রহে শুনা যায়। তাকে পৃথিবীর সবার চেয়ে বেশিই ভালোবাসা যায়।

৮১ টি ভালোবাসার স্ট্যাটাস, কবিতা [ভালোবাসার মানুষের]

তুমি আমার সোনা পাখি

তুমি হীন অনেক কষ্টে থাকি

মন চায় পেতে কাছে তোমাকে

তবু তুমি দূরে ঠেলে দাও আমাকে

তবুও তোমাকে প্রচন্ড ভালোবাসি।

বিশ্লেষণঃ প্রিয় মানুষ সবচেয়ে দামি উপহার সবার কাছেই। তাকে ছাড়া থাকা অনেক কষ্টের। তাকে সবসময় কাছে পেতে মন চায়। কিন্তু সে যদি তোমাকে দূরে ঠেলে দেয় তাহলে অনেক কষ্ট হয় যা সহ্য করা যায় না। তবু তাকে প্রচণ্ড ভালোবাসা যায়।

সেরা ১৯ টি+ ভালোবাসার ছন্দ, স্ট্যাটাস ও কবিতা 

কি মায়া আছে তোমার হাসিতে

বাধ্য করে আমাকে তোমায় ভালোবাসতে

কি মায়াবী তুমি

তুমি হীন ঘুম ছাড়া আমি

পার করি প্রতিটি মুহূর্ত।

বিশ্লেষণঃ ভালোবাসার মানুষের মুখের হাসিতে একটা আলাদা মায়া থাকে সবসময়। যা তাকে ভালোবাসার কারণ হিসেবেই যথেষ্ট। সে সর্বদা মায়াবী হয়ে থাকে। তাকে সারা ঘুম আসে না কভু। প্রতিটি মুহূর্ত চলে যায় তার কথা ভাবতে ভাবতে।

ইচ্ছে করে তোমাকে বুকের মাঝে জড়িয়ে

তোমার দু চোখে চোখ রেখে

তোমার ঠোঁটে ঠোঁট দিয়ে আলতো ছুঁয়ে

হারিয়ে যায় স্বপ্নের রাজ্যে হারিয়ে।

বিশ্লেষণঃ সবসময় মন চায় ভালোবাসার মানুষকে বুকের মাঝে জড়িয়ে রাখি। তার দুই চোখে চোখ রেখে কাটিয়ে দিতে মন চায় কয়েক যুগ। মন চায় তার ঠোঁটে ঠোঁট রেখে হারিয়ে যায় কোন এক অজানার জগতে। যেই স্বপ্নের রাজ্যে আমি আর তুমি সারা কেউ থাকবে না।

ইচ্ছে গুলো দিলাম তোমাকে

পূরণ করো প্রিয়

ভালোবাসো যদি আমাকে

উপহার নয় স্বপ্ন পূরণ করাই শ্রেয়।

বিশ্লেষণঃ আমার সকল ইচ্ছাগুলো তোমাকে দিতে চাই। তুমি আমার ইচ্ছাগুলো পূরণ করবে আমায় ভালোবেসে। তবে ভালোবাসার মানুষের থেকে স্বপ্ন পূরণ করার চেয়ে দামি উপহার কী কিছু হতে পারে?

পরিশেষে

প্রিয় বন্ধুরা আজকের পোস্টটি এই অব্দিই ছিল, আশা করছি পোস্টটি তোমাদের সবার পছন্দ হয়েছে। তোমরা চাইলে এই পোস্টটি শেয়ার করে তোমার ভালোবাসার মানুষকে পাঠাতে পারো। এতে সে বুজবে যে তুমি তাকে ভালোবাসো কতটা। তুমি যদি বিভিন্ন গল্প বা ছন্দ বা অনুগল্প পছন্দ করো তাহলে আমাদের ওয়েবসাইটে তোমাকে আমন্ত্রণ রইল। তো বন্ধুরা ভালো থাকো সবাই সাবধানে থাকো, ধন্যবাদ সবাইকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *