ভালোবাসার মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা
প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমরা, আর হ্যাঁ আমি ও ভালো আছি। প্রিয় মানুষকে নিয়ে কথা বলতে গেলে আসলে কথা ফুরাবে না। যার যার প্রিয় মানুষ তার তার কাছে অধিক রকমের ভালোবাসার ও প্রিয়। ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তো আজকের পোস্টে ভালোবাসার কিছু কথা, ভালো বাসার কথা, ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা, সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা নিয়ে আলোচনা করবো। তো শেষ পর্যন্ত সাথেই থাকো বন্ধুরা, চলো শুরু করা যাক।
৮১ টি ভালোবাসার স্ট্যাটাস, কবিতা [ভালোবাসার মানুষের]
প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা
-তুমি আমার সাধ্যের বাহিরে চাওয়া এমন এক মানুষ, যাকে প্রতিনিয়ত নতুন রুপে দেখতে মন চায়! যার দু-চোখে আলতো কাজলের ছোঁয়া, হাতে নীল চুরি, পরনে গোলাপি শাড়ি, শ্যামবর্ণ চেহারার মাঝে হালকা রক্ত রাঙা ঠোঁট যেন আমাকে এক অতল স্বপ্নের সাগরে অনন্তকাল তলিয়ে রাখে—
তবে সবথেকে বিভীষিকাময় কথাটি হলো এই যে, “ তোমাকে পাওয়া হবে না-” কারণ তোমার অস্তিত্ব শুধু আমার ভাবনার জগতেই, তাইতো তোমাকে স্পর্শ করতে গেলেই তুমি বিলীন হয়ে যাও.!
—জনমানবশূন্য পৃথিবীর কোন এক মুহূর্তে প্রাণের সন্ধানে হঠাৎ তোমার সাক্ষাৎ আমাকে শিশির মিশ্রিত শিউলি পুষ্পের ন্যায় সতেজতা ও চিরসুখী করে তুলবে।
কেউ নেই– তুমি আর আমি ব্যাতিত,
অরণ্যরা আমাদের ভালোবাসার গভীরতায় সিক্ত হয়ে মুচকি হাঁসবে, পাখিদের সমাবেশে স্বগীয় গানের সুর বিরাজ করবে, বাতাসেরা চারিদিকে সুঘ্রাণে মাতোয়ারা করে তুলবে, আকাশের মেঘমালা হালকা কালো আচলে মুখ লুকিয়ে টিপটাপ বৃষ্টির সমাগমে মেতে উঠবে…!
হঠাৎ মেঘের গর্জনের শব্দে ভয় পেয়ে তুমি আমাকে জড়িয়ে ধরবে। বলবে আজকের দিনটা শুধু আমাদের, এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই…
সেই মুহুর্তে তোমার হরিনাকৃতীর একজোড়া কাজল ছোয়া চোখের চাহনিতে আমি মুগ্ধতার পরশে ভাবতে থাকবো, “-আসলে একটা মানুষ এতো সুন্দর কিভাবে হতে পারে?”
আসলেই তাকে কি সবাই এমন সুন্দরী রুপে দেখে? হয়তো না, কারন তার ওই সুদর্শী সুহাসিনী রুপটা দেখতে হলে প্রতিটা মুহূর্তে তার মায়ায় পড়তে হবে, তার হাঁসিই হতে হবে তোমার দুর্বলতা, তার চোখের চাহনি তোমার মুচকি হাঁসির কারন হবে, তার কথাগুলো তোমার কাছে প্রবল আগ্রহের প্রতিচ্ছবি হতে হবে…
—” তবেই তুমি তোমার প্রেয়সীকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রুপে দেখতে পাবে-“!
এরপর এভাবেই তোমার মায়ায় পড়ে তোমার ভালোবাসায় সিক্ত হয়ে অভিযোগ ব্যাতীত হাজার বছর কাটিয়ে দিবো দুজন মিলে, হঠাৎ একদিন দেখতে পাবে তোমায় হাঁসিতে আসক্ত মানুষটি পালটে গেছে, তোমার কথায় তার কোন কর্ণপাত নেই, শুনশান নীরবতা বিরাজ করছে, সেদিন বুঝে নিও প্রিয়…
“—তুমি তোমার সেই তোমাতে আসক্ত তুমিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছো”…
সেই রজনি হতে আকাশ পানে তাকিয়ে তুমি এক নতুন তারার আনাগোনা দেখতে পাবে, যেন সে তোমাকে ডেকে বলছে,
“—বিদায় সুহাসিনী, বিদায়!
চিরবিদায়—
এরই মাঝে তোমার একটা লম্বা দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে তোমার আমার মায়া বন্ধনের ছোট্ট গল্পখানা।
-সমাপ্ত।
পরিশেষে
ভালোবাসার মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা বিষয়ক আজকের এই পোস্টটি এইখানেই শেষ করছি। আমি আশাবাদি যে এই পোস্টটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা তোমরা যদি এই টাইপের বা ভালোবাসার ছন্দ পছন্দ করে থাকো তাহলে আমাদের ওয়েবসাইটে তোমাদের আমন্ত্রণ রইলো।